এটিএম আজহারের বিরুদ্ধে রায় বিচারের নামে ইতিহাসের নিকৃষ্টতম অবিচার ——- মহানগর জামায়াত

30

Sylhet City Jamat Photo-30-12-14সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সরকার আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে দেশপ্রেমিক জনতার প্রিয় কাফেলা জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করতে পরিকল্পিতভাবে একের পর এক শীর্ষ জামায়াত নেতার বিরুদ্ধে ফরমায়েসী মৃত্যুদন্ডের রায় দিতে বাধ্য করছে। নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দ ইসলামবিদ্বেষী আওয়ামী সরকারের নিষ্ঠুর রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সাজানো মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডাদেশের রায় বিচারের নামে ইতিহাসের নিকৃষ্টতম অবিচার। জাতি এই অন্যায় রায় কখনো মেনে নিবেনা। তৎকালিন সময়ের একজন তরুণ ছাত্রনেতা হাজার হাজার মানুষকে হত্যা করতে পারেন এই ধরনের তত্ত্ব কাল্পনিক ও হাস্যকর ছাড়া কিছু নয়। অবিলম্বে এই সাজানো ফরমায়েসী রায় বাতিল করে নিরীহ জামায়াত নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি না দিলে জালিম সরকারের চূড়ান্ত পতন নিশ্চিত করা হবে।
গতকাল মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে দেয়া অন্যায় ও অবিচারমূলক মৃত্যুদন্ডাদেশের রায়ের প্রতিবাদে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। রায় ঘোষণার পরপরই দুপরে নগরীর সুরমা পয়েন্টে অনুষ্ঠিত তাৎক্ষণিক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জিয়াউদ্দিন নাদের, মুফতী আলী হায়দার, মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার, এডভোকেট জামিল আহমদ রাজু, চৌধুরী আব্দুল বাছিত নাহির, শফিকুল আলম মফিক, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মু. আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি