ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জসহ বিভিন্ন বাজারে প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এন.ডি.সি বিশ্বজিৎ পাল । এ সময় সুনামগঞ্জ থেকে আগত বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের দু’পার্শ্বে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছিল। পরে সওজ বিভাগের এসব জায়গায় আবারো গড়ে অবৈধ স্থাপনা। এ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট বিভাগ একাধিকবার মাইকিং করলেও রহস্যজনক কারণে স্থাপনা উচ্ছেদ করা হয়নি। দীর্ঘ দিন অপেক্ষার পর গত বুধবার উপজেলার গোবিন্দগঞ্জ, ধারণ নূতন বাজার, চেচান বাজার, জাতুয়া বাজার, রাউলী, কৈতক পয়েন্ট, বুড়াইরগাঁও,জালালপুর সহ বিভিন্ন এলাকায় অবস্থিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।