আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

40

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয় গ্র“পের মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। গত বুধবার রাত ৭টার দিকে এ সংঘর্ষ হয়।
জানা যায়, উপজেলার শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও আ’লীগ নেতা ছুরত আলী তালুকদারের পুত্র নলিউর রহমান তালুকদারের মধ্যে সেচ প্রকল্পের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ঐ এলাকার ছালেহ আহমদের পুত্র নূর মিয়া এবং ছুরাব উল্লাহর ছেলে মোশাহিদের নিকট পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্র“প দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে।
এ সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় টেনু মিয়া (৩০), তানিয়া বেগম (২৫), রুবা (১০), সুবিনা (২৫), আয়েশা বেগম (২৬) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতরা হলেন, সোহাগ মিয়া (১৮), রুবেল (১৭), আহমদ আলী (৪৫), ছানু মিয়া (৩৫), সুমন (৪৮), ফাহিম (১৬), নয়ন (১৮), সোনাই মিয়া (৩০), আমির হোসেন (২৬), শাহজাহান (৪০), ফজল মিয়া (৪০), আশিক (২৮), ছালেহ আহমদ (৪৫), বাবলু (২৫) শাহীন (২২), ফয়সল চৌধুরী (১৭), রাসেল (২৪), বাচ্চু মিয়া (৩০), মনির (২৬), রেখা (৩০) ছাড়াও আরো অনেকে। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়। (খবর সংবাদদাতার)