দিরাইয়ে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান ॥ কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

39

দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন, আমাদের দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, শতকরা ৯০ ভাগ লোক কৃষি কাজের সাথে জড়িত, দিন দিন জনসংখ্যা বাড়ছে, আর জমির সংখ্যা কমছে,এ অবস্থায় কৃষক বাঁচাতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত বীজ ও কৃষকদের  আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরী, আজকের প্রশিক্ষণ ভাটি অঞ্চলের কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অনেকটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। গতকাল মঙ্গলবার দুপুরে কৃষকÑকৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তবে চেয়ারম্যান এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবির উদ্যোগে সংস্থার হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, সংস্থার কৃষিবিষয়ক পরামর্শক ড. শেখ তানভীর হোসেন, প্রশিক্ষণ প্রদান করেন, হারভেস্টপ্লাস বাংলাদেশের কৃষিবিষয়ক অফিসার  এনামুল কবির, বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, এফআইভিডিবির উপজেলা ম্যানেজার আজাদ মিয়া, কৃষক সুবোধ রন্জন দাস, দীপক দাস, স্নেহলতা দাস প্রমুখ। কর্মশালায় ২০জন হতদরিদ্র কৃষকÑকৃষাণী প্রশিক্ষণ নেন এবং প্রত্যেক কে ৫ কেজি জিংক সমৃদ্ধ ব্রিÑধান Ñ৬৪এর বীজ দেওয়া হয়।