জেলা আল ইসলাহর সম্মেলনে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী লতিফ সিদ্দিকী নিয়ে কোন প্রহসন হলে জনগণ এর জবাব দিতে প্রস্তুত রয়েছে

60

DSC_0109aaaবাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, রাসূল (সা:) এর যুগ থেকে অদ্যাবধি কোন যুগেই ইসলাম নিরাপদ ছিল না। কাফির মুশরিক দ্বারা ইসলাম যেমনি আক্রান্ত হয়েছে মুসলমান নামধারী মুনাফিক, নাস্তিক মুরতাদ কর্তৃক ইসলামের পবিত্রতা তেমনি কলংকিত হয়েছে। সম্প্রতি নাস্তিক লতিফ সিদ্দিকীর বক্তব্য পূর্বের মুরতাদদের হার মানিয়েছে। কিন্তু সরকার তাকে বিদেশ থেকে এনে জামাই আদরে কারাগারে রেখেছে। দেশের জনগণ তা আজ স্পষ্ট উপলব্ধি করছে। জঘন্য এ মুরতাদকে নিয়ে সরকার যদি কোন প্রহসনে মেতে উঠে তাহলে দেশের জনগণ এর জবাব দিতে প্রস্তুত রয়েছে। গতকাল ২০ ডিসেম্বর শনিবার সিলেট রেজিস্ট্রারী মাঠে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আলীম সমাজ শুধু মসজিদ মাদ্রাসা এবং খানকা কেন্দ্রীক থাকবেন রাজনীতি করবেন না! এটা হতে পারে না। আমরা দেশের স্বার্থে ইসলামের স্বার্থে রাজনীতি নির্বাচন করার সিদ্ধান্ত নিতে পারি। কারণ আল ইসলাহ কোন দলের লেজুড় ভিত্তিক সংগঠন নয়। তিনি উপস্থিত হাজারো জনতাকে বাংলার ঘরে ঘরে আল ইসলাহর দূর্গ গড়ে তুলার আহবান জানান। মুসলমান নামধারী মুনাফিকদের কবল থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা আজ ইসলামকে বিকৃতভাবে মানুষদের কাছে উপস্থাপন করছে, এরাই শাহজালাল (রহ.) এর মাজারে বোমা মেরে, মাওলানা ফারুকীর মত আলেমদের হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে এদের প্রতিহত করতে হবে।
সকাল ১০টা থেকে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিলের মাধ্যমে হাজার হাজার জনতার অংশগ্রহণে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।  মহাসচিব তার বক্তব্যে বলেন, সুন্নীয়ত প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে বাতিলের মোকাবিলা করতে হবে। তিনি আল ইসলাহর কর্মীদেরকে ত্যাগী মনোভাব নিয়ে সংগঠনের কাজ করার আহ্বান জানান।
পৃথক পৃথক অধিবেশনে জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা  আবু জাফর মো. নোমান ও সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তুফার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, আল ইসলাহর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজির উদ্দিন পাশা, তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহা. শরীফ উদ্দিন, সহ অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, আল ইসলাহর সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু তাহির খালেদ ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আজগর খান।
জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ এর যৌথ পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আল ইসলাহর অফিস সম্পাদক আলমগীর হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ সাব্বির আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মখন মিয়া চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, মহানগর আল ইসলাহর সাবেক সভাপতি আলহাজ্ব গৌছুল হক, মহানগর তালামীযের সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, শাবিপ্রবি সভাপতি দুলাল আহমদ ও অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি মো. উসমান গণি, পশ্চিম জেলা সভাপতি সোহাইল আহমদ তালুকদার, জেলা আল ইসলাহর সহ সভাপতি গোলাম রব্বানী, সহ সাধারণ সম্পাদক মাওলান সালেহ আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রউফ, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ খসরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মো. আব্দুল বাছিত সুহেল, অধ্যক্ষ মুজিবুর রহমান কামালী,  মাওলানা লুৎফুর রহমান সিরাজী, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাওলানা আজিজ আহমদ, মাওলানা মোস্তাক আহমদ, ফয়ছল আহমদ, ফয়জুল ইসলাম, মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আবুল খায়ের নোমান, কাজী মনজুর আহমদ, মাওলান নুরুল হুদা, হাফিজ আব্দুল মতিন, হাফিজ ফারুক আহমদ, মাওলানা শিব্বির আহমদ, হাফিজ সামসুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি