মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফেরায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও ওসমানী হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ডা: এন কে সিনহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা চিকিৎসা পেশাকে সেবা হিসাবে মনে করেন তারাই চিকিৎসক। তারা নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা বাড়ানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। ডা: এন কে সিনহা এর উদাহরণ। তিনি একের পর এক প্রশিক্ষণ, ডিগ্রি অর্জনের মাধ্যমে দেশের চিকিৎসা পেশার মান বাড়িয়েছেন। যদিও মাঝে মধ্যে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায় কোন কোন চিকিৎসকের বেলায়। সংবর্ধনার জবাবে ডা: এন কে সিনহা বলেন, দেশের চিকিৎসকরা এখন উন্নত বিশ্বের মত চিকিৎসা প্রদানে সক্ষম। দেশের চিকিৎসকদের মান এখন অনেক উন্নত। বিশ্বের বুকে গর্ব করার মত। তবে মানসিকতা ও সেবার মানের আরোও পরিবর্তন দরকার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর সার্বজনীন পূজামন্ডপ প্রাঙ্গণে গত শুক্রবার রাত ৮ টায় এই সংবর্ধনা প্রদান করা হয়। তিলকপুর চাকুরীজীবী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ছালিয়া সিংহের সভাপতিত্বে ও অ্যাডভোটে শ্যাম সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার এর পরিচালক ডা: গৌরমনি সিংহ, লেখক ও গবেষক ড. রনজিত সিংহ, অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, ডা: ইউ কে সিনহা, গবেষক শামসুদ্দিন আকবর, চাকুরীজীবি পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বকে চাকুরীজীবি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি