সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেছেন, পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে বোমা হামলা চালিয়ে দেড় শতাধিক নিরীহ কোমলমতি শিক্ষার্থীদের উপর নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনাকারীরা বিশ্ব মানবতার দুশমন। এদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এমন নৃশংসতা পরিচালনার মাধ্যমে কথিত তালেবান গোষ্ঠী ইসলমাকে বিশ্বের কাছে সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে প্রমাণ করছে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে সংঘাত বিচার বহির্ভুতভাবে নিরীহ মানুষকে হত্যার স্থান নেই। এরা হচ্ছে পথভ্রষ্ট। মুসলিম বিশ্বকে এই সব খুনীদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তালেবান নামক সন্ত্রাসী গোষ্ঠীর এমন বর্বরতা গোটা বিশ্ববাসীকে মর্মাহত করেছে। আগামীর সম্ভাবনাময় তরুণদের কি অপরাধ ছিল। কার স্বার্থে এসব হত্যাকান্ড বিশ্ব মুসলিম জানতে চায়। বিশ্ববাসী আর কোন তান্ডবলীলা দেখতে চায়না। সময় এসেছে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা কোন দেশে আর কোন পেশোয়ার ট্র্যাজেডি দেখতে চাই না।
তিনি গতকাল বৃহস্পতিবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তালেবান নামক সন্ত্রাস গোষ্ঠী কর্তৃক পাকিস্তানের পেশোয়ারে বোমা হামলা চালিয়ে নিরীহ স্কুল শিক্ষার্থীদের উপর নৃশংস ববর হত্যাযজ্ঞের প্রতিবাদে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, রফিকুল ইসলাম মজুমদার ও মহানগর ছাত্রশিবির সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী যখন ইসলামী শক্তির বিরুদ্ধে তাবৎ তাগুতি শক্তি ঐক্যবদ্ধ সেই সময়ে ইসলামী নামাধারী তালেবান জঙ্গীরা নিরীহ ছাত্রদের উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনার মাধ্যমে প্রমাণ করেছে তারা ইসলামেরও দুশমন। তালেবান গোষ্ঠীর এমন নৃশংস মানুষ হত্যার বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে এদের প্রতিহত করতে হবে। বিজ্ঞপ্তি