স্টাফ রিপোর্টার :
সিলেট তামাবিল সীমান্তে বিএসএফ ঢিল ছুড়ে জিয়াউর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীকে আহত করেছে। পরে তাকে বিজিবি উদ্ধার করে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলায় এ ঘটনা ঘটে। জিয়াউর রহমান তামাবিল এলাকার একজন পাথর ও কয়লা আমদানিকারক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে জিয়াউর রহমান তামাবিলের ১২৭৫ পিলারের পাশের একটি ঝর্ণায় হাত ধুতে যান। এ সময় তাকে লক্ষ্য করে করে বিএসএফ ঢিল মারে। ঢিলটি জিয়াউরের মাথায় আঘাত লাগে। এ সময় জিয়াউর মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে অবগত করেন। পরে বিজিবি তাকে উদ্ধার করে তামাবিল ক্যাম্পে নিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবি তামাবিল ক্যাম্প কামান্ডার আলাউদ্দিন জানান, গতকাল সকালে আলাউদ্দিন নামের এক ব্যবসায়ী ১২৭৫ পিলারের পাশের একটি ঝর্ণায় হাত ধুতে যান। এ সময় কে বা কারা তাকে ঢিল ছুড়ে মারে। আর এই ঢিলটি তার মাথার পড়ে। আঘাতটি গুরুতর নয় জানিয়ে আলাউদ্দিন জানান, জিয়াউরকে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।