কবির কাঞ্চন
খুকুমণি সোনার খনি
খিলখিলিয়ে হাসে
হাসিতে তার মুক্তো যেনো
টোলের মাঝে ভাসে।
মিষ্টিমুখের নিটোল হাসি
সমীরণে ভাসে
প্রজাপতি বাগান ছেড়ে
খুকুর কাছে আসে।
প্রজাপতির আনাগোনায়
খুকু আবার হাসে
অমূল্য সেই হাসি দেখে
ফড়িং লুকায় ঘাসে।
খুকু হাসুন সারাজীবন
চিরসুখীর ধাঁচে
হাজার বছর আয়ু পেয়ে
খুকু যেনো বাঁচে।