বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ৩২ মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ফিরিয়ে না দেওয়ায় এবং অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৩টায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউল বারী চৌধুরী খুর্শেদের যৌথ পরিচালনায় সিটি পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল গফফার বলেছেন, আন্দোলন সংগ্রামের ভয়ে এবং রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে নব্য স্বৈরাচারিনী শেখ হাসিনার সরকার সিলেটের মাটি ও মানুষের নেতা এম. ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। তিনি বলেন, এম. ইলিয়াস আলীর মতো নেতা বার বার জন্মায় না। ইলিয়াস আলীকে ধ্বংস করা সহজ কিন্তু সৃষ্টি করা কঠিন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট এটিএম ফয়েজ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, ফখরুল ইসলাম ফারুক, নাজিম উদ্দিন লস্কর, ফয়েজ আহমদ দৌলত, হাজী শওকত আলী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পাপিয়া চৌধুরী, কামরুল হাসান শাহিন, অধ্যাপক আজমল হোসেন রায়হান, কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, কাউন্সিলর সালেহা কবির শেপী, নুরুল মোমিন খোকন, একেএম তারেক কালাম, এনামুল কবির বাদশা, সৈয়দ জয়নুল হক, জাকির হোসেন, ময়নুল হক, আমিনুজ্জামান জোয়াহির, শাহিদুল ইসলাম কাদির, আব্দুল মালেক, তুলা মিয়া, কাউন্সিলর আমেনা বেগম রুমি, আসমাউল হাসনা খান, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, মিফতাহুল কবির মিফতা, তারেক আহমদ, আমিনুল হক বেলাল, জয়নাল আবেদিন, আব্দুশ শহীদ, আলতাফ হোসেন বিলাল, অর্পন ঘোষ, শামিম আহমদ, আব্দুল হান্নান, রায়হাদ বক্স রাক্কু, জুনেদ আহমদ জামাল, খালেদুর রসিদ ঝলক, দিলাল আহমদ, তছির আলি, আব্দুল খালিক, শামিম আহমদ লোকমান, মিজানুর রহমান নেছার, সিদ্দেক আলী, লিটন কুমার দাশ নান্টু, মোস্তফা কামাল ফরহাদ, আকবর হোসেন কয়সর, আমিনুল ইসলাম সাজু, কাওসার আহমদ রানা, ইমাম উদ্দিন, আফজল হোসেন চৌধুরী, মনোজ দেব, বিরেন্দ্র শর্মা, জাবেদ আহমদ জীবন, দিলওয়ার হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, সাইফুল আহমদ, সোহাগ মিয়া, ইশতিয়াকুল হক অলি, আব্দুল্লাহ, এখলাছুর রহমান, নাসির উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি