জলবায়ু সম্মেলন থেকে ফিরে ইয়াহ্ইয়া চৌধুরী এমপি ॥ উন্নত দেশের ক্ষতির প্রভাবে বাংলাদেশের মতো দেশের পরিবেশের ক্ষতি হয়

48

সিলেট-২ আসনের সংসদ সদস্য, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে প্রতিটি দেশের দায়িত্ব কি হবে তা নির্ধারণের একটি কাঠামো এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অনুমোদিত হয়েছে। আগামী বছর প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলনে এই কাঠামো নতুন একটি আন্তর্জাতিক চুক্তিতে পরিণত করা হবে বলে আমরা আশাবাদি। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ অনেক সচেতন। উন্নত দেশের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পরিবেশ ক্ষতির সম্মুখীন হয়। এবারের জলবায়ু সম্মেলনে এ বিষয়টি উঠে এসেছে। আমরা উন্নয়নশীল দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করেছি। আগামি সম্মেলনেও জোর দাবি তোলা হবে। তিনি বলেন, এবারের সম্মেলনে ক্ষতিপূরণের যে বিষয় উঠে এসেছে তার সঠিক হিস্যা বাংলাদেশও পাবে।
পেরুর রাজধানী লিমা থেকে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন শেষে গতকাল সোমবার সকাল ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছেন সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এ সময় তাকে সংবর্ধনা দিতে বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওমসানীনগর উপজেলার শতশত নেতাকর্মী গাড়িবহর নিয়ে বিমানবন্দরে এসে জড়ো হন। ইয়াহ্ইয়া চৌধুরীকে তাঁরা ফুলেল অভিনন্দন জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি সুফি মাহমুদ, বিশ্বনাথ উপজেলা জাপার ভারপ্রাপ্ত আহবায়ক শিতাব আলী, বালাগঞ্জ উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমদ, ওসমানীনগর জাপার সাধারন সম্পাদক মখবুল হোসেন, সিলেট জেলা জাপার সদস্য, রফিকুল আলম লালু, বিশ্বনাথ জাপার সিনিয়র নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ওসমানীনগর জাপার সিনিয়র সহ-সভাপতি সিরাজ মিয়া, বালাগঞ্জ জাপার সাধারণ সম্পাদক ফজলু মিয়া, বিশ্বনাথ জাপার যুগ্ম-আহবায়ক, একেএম দুলাল, আব্দুল হান্নান, সুমন আহমদ সুনন, আবুল খায়ের মেম্বার, জাপা নেতা সাইদুর রহমান, গয়েছ মিয়া মেম্বার, মখলিছ মিয়া, সিরাজ মিয়া, মনফর আলী, উমর আলী, কামাল আহমদ, ফজলু মিয়া, আজাদ মিয়া, বারিক মেম্বার, শিবলু, সফিউল আলম, সুফি, নূর হোসেন, মুর্শেদ চৌধুরী, পলাশ দাশ, এয়ার আলী, ছাদিক মিয়া, তুতা, আনুয়ার, ইরাজ আলী, আতবর আলী, জালালী, নাজমুল, আশফাক আলী, জামাল মিয়া, আলী হোসেন, আব্দুল হামিদ, ফিরুজ মিয়া, যুব-সংহতি নেতা নাসির উদ্দিন, শাহিন আহমদ, গোলাম জবদানি, নূরুল সাদিক, জাহেদ আহমদ, জামাল আহমদ, স্বেচ্ছাসেবক পার্টি নেতা, শামিম আহমদ, আলাউদ্দিন, ছাত্র সমাজ নেতা অপূর্ব, জসিম, লিপসন, রাজু আলামিন, বাবুল মিয়া, রাজু, জয়নাল, মসরুফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি