তালুকদার মানবকল্যাণ ফাউন্ডেশন-এর টেবিল টেনিস উদ্বোধন ॥ খেলাধূলা মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

53

দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, খেলাধূলা মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলার অভ্যাস করা ভালো। একজন ভাল খেলোয়াড় দেশের পরিচিতি সারা বিশ্বে তুলে ধরতে পারে। বর্তমান যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধূলার প্রতি সকলকে সহযোগিতামূলক উৎসাহ প্রদান করতে হবে। তালুকদার মানবকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে বিজয় দিবস ক্রীড়া উৎসব ২০১৪ উপলক্ষে ২য় ইভেন্ট টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল রবিবার নগরীর হাউজিং এস্টেট কমিউনিটি হলে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
তালুকদার মানবকল্যাণ ফাউন্ডেশন-এর সদস্য সচিব রোটারিয়ান জাহেদ আহমদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট-এর সভাপতি জসিম উদ্দিন আহমদ। তরুণ সমাজসেবী ওমর মাহবুবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আমিনুল হক, ফয়জুল ইসলাম সুমন, আবু আহমদ সায়েম (রনি), রাসেল চৌধুরী, ফাহিম খান, জাহিদ হাসান পাবেল, আলভী আহমদ, আহমদ মাকিন, ইসলাম মাজেদ, নজরুল ইসলাম রাজু, ইমরান হোসেন রিজন, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, হালিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি