দানবীর রাগীব আলী বলেছেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে। সমাজের ধনী-গরীব সকল শ্রেণীর মানুষের জীবন বাঁচাতে রক্তের গুরুত্ব অপরিসীম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে জোরদার করতে হবে। রোটারী ক্লাব সিলেট ক্বীনব্রিজ-এর রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শনিবার নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রাঙ্গণে রোটারী ক্লাব সিলেট ক্বীনব্রিজ-এর উদ্যোগে সন্ধানী রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর সহযোগিতায় এ রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব সিলেট ক্বীনব্রিজ-এর সভাপতি রোটারিয়ান বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক (অব:) নাজমুল ইসলাম, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদক আব্দুল হাই টিপু, আব্দুল কাদির। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান একেএম সামসুল হক দিপু, রোটারিয়ান আকবর আলী, রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার, রোটারিয়ান মোঃ আব্দুছ ছালাম, রোটারিয়ান মোঃ মুমিন, রোটারিয়ান মোঃ আশরাফ খান পারভেজ, রোটারিয়ান মোঃ মুজিবুর রহমান, রোটারিয়ান তৈয়ব খান লামিম, রোটারিয়ান ফয়সল আহমদ রবিন।
সন্ধানী রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর উপদেষ্টা ডা. এ আর এম মাসুদ নিজাম, ডা. সুদিপ চৌধুরী, ডা. গোলাম মর্তুজা খান, সন্ধানী রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর সদস্য মাশরেক আহমদ রাহাত, সন্ধানী রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন কচি, কামরুল হাসান সরকার, রায়হান হাসান, এস এম রাহাত মমতাজ, আব্দুল্লাহ আল যোবায়ের, জিয়াউল হক লিখন, রাজিবুল হাসান রিমন, মোঃ রায়হান ভূঁইয়া, মোঃ ফয়েজ, এনামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি