সঠিক তারিখ নিয়ে মতভেদ ॥ জগন্নাথপুর মুক্ত দিবস পালন নিয়ে উত্তেজনা

17

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর মুক্ত দিবস পালন নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূমের নেতৃত্বে এক অংশের মুক্তিযোদ্ধারা শুধু উপজেলা পরিষদ চত্বর এলাকায় র‌্যালি বের করেন। এদিকে-জগন্নাথপুর মুক্ত দিবস পালন নিয়ে দেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কোম্পানী কমান্ডার, সাবেক সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে আরেকটি অংশের মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সাজ্জাদ হোসাইন, রসরাজ বৈদ্য, ইলিয়াছ আলী, ধীরেন্দ্র কুমার দে, গৌরাঙ্গ গোপ, গৌছ আলী, নিখিল দাস, বকুল ভট্রাচার্য্য, কৌশিক দাসসহ মুক্তিযোদ্ধারা নিন্দা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ১১ নভেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে জগন্নাথপুর মুক্ত হয়েছিল। দেশ স্বাধীনের পর থেকে ১১ নভেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস হিসেবে পালন হয়ে আসছে। হঠাৎ করে গত বছর থেকে সাবেক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির শিকদারের নেতৃত্বে এক অংশের মুক্তিযোদ্ধারা ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন করে বিতর্কের সৃষ্টি করেন। যা জগন্নাথপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সামিল।