বাংলাদেশ আনজুমানে মাদারিছে আরাবিয়ার কেন্দ্রীয় মহাসচিব ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাসকে সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে সুদূর প্রসারী চিন্তাধারায় ১৯৬৪ ইং সনে বৃহত্তর সিলেট বিভাগের মাদরাসা শিক্ষকদের নিয়ে বাংলাদেশ আনজুমানে মাদারিছে আরাবিয়া প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন দ্বীনি শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করছে। তিনি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মাদারিছে আরাবিয়ার কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার জন্য সকল মাদরাসা শিক্ষকদের প্রতি আহবান জানান।
তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় আনজুমানে মাদারিছে আরাবিয়ার কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। মাদারিছে আরাবিয়ার বোর্ড কমিটির সিনিয়র সহ-সভাপতি সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলীর পরিচালনায় সোবহানীঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন মাদারিছে আরাবিয়ার অর্থ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, উপাধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম ও অধ্যক্ষ মাওলানা আব্দুন নূর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম, অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালী, অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল মোক্তাদির খান, অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আজিজ আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা শাহিদ আহমদ, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ছালেহ আহমদ, অফিস সম্পাদক মাওলানা মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
সভায় অধ্যক্ষ মাওলানা নজমুদ্দীন চৌধুরীকে সভাপতি, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরীকে মহাসচিব ও অধ্যক্ষ মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈমকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বোর্ড কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোঃ নুরুল হক, অধ্যক্ষ মাওলানা মাশুক আহমদ, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব- অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, অর্থ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রচার সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, সহ-প্রচার সম্পাদক উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ফারুকী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুন নূর, ও অফিস সম্পাদক মাওলানা জামাল উদ্দিন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাকিল আহমদ, না’তে রাসূল (সা.) পরিবেশন করেন মোঃ আব্দুল আউয়াল, শানে ফুলতলী পরিবেশন করেন মোস্তাকিম হোসেন জামী। বিজ্ঞপ্তি