চার দফা দাবিতে এটিআই’র ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

46

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে খাদিমনগরস্থ সিলেট কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট (এটিআই)’র ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা থেকে শুরু হওয়া মানববন্ধন চলে প্রায় ঘন্টাব্যাপী। এটিআই’র শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে ছাত্রনেতারা বলেন, তাদের ন্যায্য চার দফা দাবি সরকার মেনে নিচ্ছে না। দাবিগুলো হল চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমাধারীদের রাজস্ব সংস্থা সহ সকল বিভাগে চাকুরীর ক্ষেত্রে বর্তমান ১০ গ্রেডে বেতন স্কেল সহ ২য় শ্রেণীর পদ মর্যাদা, সকল সরকারি এটিআইগুলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন থেকে পৃথক করে সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নেয়া, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা ও ইর্ন্টানি ভাতা প্রদান করা। এসব দাবি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ওই মানববন্ধনে ছাত্রনেতারা আরও বলেন, সরকারি ইচ্ছা করলেই তাদের দাবিগুলো মেনে নিতো পারতো। দীর্ঘ দিন এটিআই থেকে পড়াশোনা করে সনদ নিয়ে বের হওয়ার পর তারা চাকরি ক্ষেত্রে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়। একজন ডিপ্লোমাধারীকে ২য় শ্রেণীর পদমর্যাদা দিচ্ছে না সরকার। মানববন্ধন চলাকালে বক্তারা আরও বলেন,  এটিআই থেকে কোর্স শেষ করার পর এখানের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার কোন ব্যবস্থা নেই। শুধু ডিপ্লোমা নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তারা এটিআইর ছাত্রদের জন্য পৃথক কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দীর্ঘ দিন থেকে এসব দাবি নিয়ে সারা দেশের এটিআইর ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করে আসলেও সরকার কর্ণপাত করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব নরম কর্মসূচিতে কাজ না হলে ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচি দেয়া হবে। কৃষি ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত সিলেট এটিআই-এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু সুফিয়ান, মোক্তার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ আশরাফুল, মাহির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি