ডেসটিনির মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

53

Destinyদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ডেসটিনির ক্রেতা পরিবেশক ও বিনোয়োগকারী সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ক্রেতা পরিবেশক ও বিনোয়োগকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। বিনোয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা তাদের বক্তব্যে বলেন, আমরা ডেসটিনিতে প্রতারিত বা ক্ষতিগ্রস্ত নই। অবিলম্বে আমরা ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের মুক্তি সহ সব ব্যংক অ্যাকাউন্ট খুলে দেবার দাবী জানচ্ছি। ডেসটিনির প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার সম্পদ বর্তমানে কিছু ভূমি দস্যু ও লুটেরা দখল করার পাঁয়তারা করছে। ঢাকায় নাসির ট্রেড সেন্টারে ডেসটিনির অফিসে দুর্ধর্ষ ডাকাতির ফলে কোম্পানির ৫০ কোটি টাকার মালামাল লুট হয়ে গেছে তাই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুক্তি দিয়ে ডেসটিনির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য আমারা সরকারের কাছে আকুল আবেদন জানচ্ছি। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ক্রেতা পরিবেশক ও বিনোয়োগকারীদের পক্ষে আবিদুর রহমান আবু, চযন দেব, ফারুক রশিদ, বিকাশ ধর বাবলু, নিখিল চন্দ্র দাস, মো: মুজিবুর রহমান, ফরহাদ আহমদ, রজত কান্তি চক্রবর্তী, শাহীনুল ইসলাম, রন দেব, মহেন্দ্র সিংহ, সুলতানা আক্তার কুলছুমা, আব্দুস সামাদ, সামন্ত ধর, সৈয়দ মকব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি