জমিয়তে উলামায়ে ইসলাম স্পেন শাখার সভাপতি এবং ইউরোপ এর উপদেষ্টা, জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূমের প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা ক্বারী আবদুল হাফীজ বলেছেন, জমিয়ত হলো বিশ্বব্যাপী একটি দ্বীনি সংগঠন। ইসলাম, মানবতার কল্যাণে বিশ্বব্যাপী জমিয়তের কার্যক্রম অত্যন্ত প্রশংসার দাবীদার। তিনি বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামীতে জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের জন্য সর্বস্তরের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের কিছু মন্ত্রীদের বেশামাল বক্তব্যের কারণে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। লতিফ সিদ্দিকীর মতো মুরতাদদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মাওলানা আব্দুল হাফিজ আরো বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কেউ বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।
তিনি গতকাল শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১১ টায় সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে ভিআইপি লাউঞ্জে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে তিনি সিলেট জমিয়ত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিমানবন্দর মাঠে সমবেত বিপুল সংখ্যক জমিয়ত কর্মী ও শাহবাগ জামিয়া থেকে আগত ছাত্র-শিক্ষকবৃন্দ তাকে সংর্বধনা প্রদান করেন। শাহবাগ জামিয়ার নায়বে মুহতামিম ও জেলা জমিয়ত নেতা মুফতি মাসউদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংর্বধানয় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আব্দুল মালিক, মহানগর স্বেচ্ছাসেবক জমিয়তের আহবায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জমিয়ত নেতা মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুন নুর, মাওলানা রায়হান উদ্দীন, মামুনুর রশীদ চৌধুরী, মাওলানা আব্দুর রশীদ, আব্দাল হোসাইন, বুরহান উদ্দীন, নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি