মনুষ্যত্বের আলো

42

জালাল আহমেদ জয়

মনের দরজা খুলো
ঈমানের আলো জ্বালো,
ছুঁড়ে দাও অন্ধকার কালো
ধরো যে পথ ভালো।

” আল্লাহর” দয়ায় এ দুনিয়া
নদীর স্রোত দেখো যায় বাহিয়া,
চন্দ্র-সূর্য তারা সবই তাহার দান
জিকিরে ” আল্লাহু” যেন এই প্রাণ।

আজি মনুষ্যত্ব হারানোর পথে
অপরাধ-রাহাজানি যে একসাথে,
এসো মানুষ সত্যের পথে
একতার মালা গেঁথে।

“ধর্ম” অবহেলা করিবার না
সত্য ছেড়ে দিলে,মনুষত্ব বাঁচে না,
জাগ্রত হও হে নাবিক
” ঈমানের আলোয়”
ভরে দাও চারিদিক।

সন্তানের হাতে পিতামহ খুন
“ধর্ম” না মানিলে, ইহাই হয় গুণ,
মা-বাবার পায়ে সন্তানের জান্নাত
মনুষ্যত্ব জাগ্রতে জ্বালাও মনের রাত।

” অবক্ষয়ী-সমাজে”
মনের আলো জ্বেলে ;
অশান্তি দূরে ফেলে,
” ইসলামের আহবানে”
মানবতার মহিমা নাও তুলে।