ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে শাবি ছাত্রদলের মানববন্ধন

48

sust-chatradol---pic--04-12-14শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দেওয়ার ও ২০ নভেম্বর ক্যাম্পাসে সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবি-প্রবি শাখার উদ্যোগে বিশাল মানববন্ধন পালন করা হয়। উক্ত মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন শাবি-প্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুদীপ জ্যোতি এষ। তিনি তার বক্তব্যে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবী জানান এবং তিনি আরও বলেন বর্তমান সময়ে নিরাপদ ক্যাম্পাসের প্রথম শর্তই হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী মুক্ত ক্যাম্পাস, সেটা  না করতে পারলে “ক্লীন ক্যাম্পাস -সেফ ক্যাম্পাস” স্রেফ পলিটিকেল স্টান্টবাজি হিসাবেই বিবেচিত হবে,তিনি এক সাথে দেশের সর্ব শিক্ষা প্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার দাবী জানান। এ সময় মানববন্ধনে  উপস্থিত বক্তব্য রাখেন শাবি ছাত্রদলের সিনিয়র সদস্য আসাদ খান সাদী, শাহ পরান হল শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, আহবায়ক কমিটির সদস্য দেবাশীষ দাস গুপ্ত দেব, অনুপ দে, আব্দুল হান্নান, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাবি ছাত্রদল নেতা দিপেশ চাকমা, নুরুল হক, উজ্জ্ল রায়, শুভ, নিউটন, সুপ্রিয়, সৌরভ, মাজিদ আহমদ পল্লব প্রমুখ। বিজ্ঞপ্তি