সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, বিশ^ায়নের যুগে দেশকে এগিয়ে নিতে হলে সর্বত্র ডিজিটালাইজেশনের মাত্রা বাড়াতে হবে। শিক্ষিতদের পাশাপাশি সকল নাগরিককে কম্পিউটারে দক্ষ হতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সচেতর মানুষকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেটের উদ্যোগে ও ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সহযোগিতায় ‘স্থানীয় সরকারের উন্নয়নে ডিজিটাল সেন্টার’ শীর্ষক স্থানীয় সরকার সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. সুভাষ চন্দ্র বিশ^াস।
স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে প্যানেল আলোচক ছিলেন সিলেট সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, দৈনিক যুগান্তরের সিলেট প্রতিনিধি সংগ্রাম সিংহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এমএমসির আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাবিবুল আলম।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা খিজির আহমদ চৌধুরী। ধন্যবাদ বক্তব্য রাখেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের জেলা কমিটির সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সহ সম্পাদক সেলিম আউয়াল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমএমসির মনিটরিং এন্ড রিসার্চ অফিসার তাজমুন নাহার লিজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক কাজিরবাজারের বার্তা সম্পাদক সোয়েব বাসিত, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ইশরাত জাহান, সহকারী কমিশনার ইয়াসমিন আক্তার, সাংবাদিক ফোরামের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সজল ছত্রী, সদস্য নোমান বিন আরমান, আয়শা সিদ্দিকা আশা, তাসলিমা খানম বিথী প্রমুখ। বিজ্ঞপ্তি