সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ॥ সমাজ রাঙাতে হবে কোরআনের আলোয়

106

গত ২৮ নভেম্বর শুক্রবার সিলেট নগরীর হোটেল গার্ডেন ইন-এ অনুষ্ঠিত সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু বলেছেন, বর্তমান সমাজের রন্দ্রে রন্দ্রে অপসংস্কৃতির ছয়লাব। এ পথ থেকে বাঁচতে হলে আমাদেরকে আল কোরআনের আলোয় আলোকিত হতে হবে। সমাজ রাঙাতে হবে কুরআনের আলোয়।
অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ ইন্দেশ্বরী। উদ্বোধন করেন কুয়েত প্রবাসী মাওলানা হাসান ইমাম। বিচারক হিসেবে ছিলেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল নেছার আহমদ আন নাছিরী, উমরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুদ্দীন (মক্তবের হুজুর), এবং সৌদি আরবের রিয়াদ আনাস বিন মালিক মসজিদের ইমাম আলহাজ্ব শাহ জাকারিয়া।
সিলেট বিভাগের চার জেলার প্রায় দুই শতাধিক প্রতিযোগীর মধ্যে ১ম স্থান অর্জন করে তাহফিজুল কোরআন মাদরাসার ছাত্র লুৎফুর রহমান। ২ ও ৩ য় স্থান অর্জন করে জামিয়া ফরিদাবাদ মাদরাসার ছাত্র আমীনুর রহমান (২য়), রায়হান আহমদ (৩য়)। এছাড়া বাছাইকৃত ১০জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি