উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ রেজাউল করিম বলেছেন, নবজাতক ও ৫ বছরের কম বয়সীদের মৃত্যুর সঙ্গে শিশু ও মা উভয়েরই পুষ্টি ঘনিষ্ঠ ভাবে জড়িত। বাংলাদেশে শিশু মৃত্যু কমলেও এবং পুষ্টি পরিস্থির কিছুটা উন্নতি হলেও দেশকে এ বিষয়ে আরো অনেক অগ্রগতি করতে হবে। তিনি বলেন, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পুষ্টি উন্নয়ন এখানো একটি বড় চ্যালেঞ্জ। যে সব শিশু জন্মের পর প্রথম ৬ মাস শুধু বুকের দুধ খেয়েছে তাদের তুলনায় যারা বুকের দুধ খায়নি তাদের মৃত্যু ঝুঁকি বেশি। তিনি বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দেশের ২২২টি উপজেলায় “এলাইভ এন্ড থ্রাইভ ইনিশিয়েটিভ” নামে একটি কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। যার মাধ্যমে শিশুর মা, পরিচর্যাকারী এবং পারিবারিক সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করা হয়। যাতে তারা শিশুকে নিয়ম মাফিক মায়ের দুধসহ ঘরে তৈরী বাড়তি খাবার খাইয়ে পুষ্টি নিশ্চিত করতে পারেন। স্বাস্থ্য সেবিকা দ্বারা নিয়মিত বাড়ি পরিদর্শনের মাধ্যমে কর্ম এলাকার ঘরে ঘরে এ সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে, যা প্রশংসনীয় উদ্যোগ।
তিনি গতকাল ৩০ নভেম্বর রবিবার ব্র্যাক সিলেটের উদ্যোগে উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে মাতৃদুগ্ধ বিকল্প আইন বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং ব্রাক সিলেটের সিনিয়র সোশ্যাল কমিউনিকেটর মোঃ ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এম.এ মতিন ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী। সূচনা বক্তব্য রাখেন সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাকের সোশ্যাল কমিউনিকেটর ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আতিউল আলম, ব্র্যাক কর্মকর্তা ফয়সল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি