হত্যা মামলা থেকে মেয়র আরিফকে বাদ দেয়ার দাবিতে সিলেট পেশাজীবী পরিষদের কর্মসূচি ঘোষণা

21

Press Pic-- 30.11.14স্টাফ রিপোর্টার :
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশেনর মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহেরর দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সিলেট পেশাজীবী পরিষদ। গতকাল রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টায় সিটি করপোরেশন প্রাঙ্গনের  সংহতি সমাবেশ ও ৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর। সংবাদ সম্মেলনের শুরুতে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- পরিষদের যুগ্ম আহবায়ক দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, শাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোজ্জামেল হক, মঈন উদ্দিন চৌধুরী, এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম, সদস্য এডভোকেট আল আসলাম মুমিন, শারমিন কবির।
সিলেট পেশাজীবী পরিষদের সংবাদ সম্মেলনের উপস্থিত হয়ে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের আহবায়ক আখলাক আহমদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিটি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সৈয়দ তৌফিকুল হাদী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, আমরা সিলেটবাসীর সদস্য আব্দুল মান্নান পুতুল, শিক্ষাবিদ আব্দুল আহাদ হেলাল, তাইয়্যিব খান লামিম, সৈয়দ বদরুল আলম, আরশাদ নোমান।