২০১৪-১৫ রোটাবর্ষের ডিস্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) নির্বাচিত হয়েছেন রোটারেক্টর অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন। ওই পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমার সাবেক সভাপতি শিপনকে ডিআরআর হিসেবে ঘোষণা করেন রোটারী ডিস্ট্রিক গভর্ণর আরইডি ৩২৮২ ইঞ্জিনিয়ার এমএ লতিফ। গতকাল সোমবার নগরীর একটি হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী ওই পদে প্রার্থীতা না করায় বিকাল ৫টার দিকে বৈঠকে বসেন রোটারিয়ানরা। ডিআরসিসি রোটারিয়ান মুফতি শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এমএ লতিফ। বিশেষ অতিথি ছিলেন পিডিজি ড. মঞ্জুরুল হক চৌধুরী, ডিস্ট্রিক্ট এওয়ার্ড কমিটির চেয়ারম্যান কাজী মাহবুব, পিডিআরআর কামরুজ্জামান চৌধুরী রুম্মান।
বৈঠক শেষে রাতে ঘোষনা করা হয় ফলাফল। ফলাফল ঘোষণা করেন ডিস্ট্রিক্ট গভর্ণর আরইডি ৩২৮২ ইঞ্জিনিয়ার এমএ লতিফ। এ সময় তিনি জানান, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ায় অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপনকে ডিআরআর ঘোষণা করা হল। বিজ্ঞপ্তি