পূবালী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বলেছেন, নিজের লক্ষ্য স্থির করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে সফলতা অনিবার্য। পূবালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক তার একটি উদাহারণ। একজন সুদক্ষ ব্যাংকারের যত গুণাবলী থাকা দরকার তার সবই হেলাল আহমদ চৌধুরীর মধ্যে রয়েছে। তিনি দেশের সামগ্রিক অর্থনীতির বিকাশে দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানান।
গতকাল শনিবার শহরতলীর খাদিম নগরস্থ নাজিমগড় রিসোর্টে পূবালী ব্যাংক লিমিটেড এর সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট প্রিন্সিপাল অফিস এর মহাব্যাবস্থাপক আবু হাবিব খায়রুল কবীর এর সভাপতিত্বে ও ব্যাংকের কর্মকর্তা জাকিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে সম্মানীত অতিথি ছিলেন, পূবালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমএ হালিম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসসিরাজুল হক চৌধুরী, পশ্চিম অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মশিউর রহমান খান, সিলেট শাখার উপ-মহাব্যবস্থাপক মাহবুব আহমদ, সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি