সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ীর গতি লক্ষ করে পারাপার হওয়া উচিত। তিনি বলেন সচেতনতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এই ক্লাব কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।
টিউনার্জ অটোমোবাইল ক্লাব এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও লগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
গতকাল শনিবার নগরীর একটি হোটেলে আয়োজিত টিউনার্জ অটোমোবাইল ক্লাব এর সভাপতি লায়ন মনোয়ার হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী জিল্লুর রহমান জয়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল পুলিশ কমিশনার জাবেদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি কাজী জিয়া হাসান মাহি, সাধারণ সম্পাদক খন্দকার ইসরার আহমদ রকি, সহ-সাধারণ সম্পাদক ফায়েক এ শিপু, ট্রেজারার কাজী মামুর, ক্লাবের সদস্য মো: ছাকির খান, আনোয়ার সাদাত, মোজাহিদ রহমান, আবরার হোসেন, নাহিদ মাহমুদ, তাওহিদ আহমেদ শিপার, ফাহিম বখত মজবাদার প্রমুখ। বিজ্ঞপ্তি