তামাবিল সড়কে বিদ্যুতের খুঁটি বহনকারী ভ্যান উল্টে শ্রমিক নিহত

20

স্টাফ রিপোর্টার :
সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপন করতে যেয়ে খুঁটি বহনকারী ভ্যান উল্টে মোঃ আব্দুল মান্নান (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় জনতা আহত শ্রমিকদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত শ্রমিক আব্দুল মান্নান পিরোজপুর জেলার চুঙ্গাপাম্পট গ্রামের সিকন্দর আলীর পুত্র। আহতরা হচ্ছেন- গাইবান্ধা জেলার কুপতারা গ্রামের মমিন উদ্দিন শেখের ছেলে বাহার আলী (৫০), বগুড়ার ঠাকুরগাঁও গ্রামের লাদেন মিয়া (৬০)। খবর পেয়ে জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মাসুদ উদ্দিনসহ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের ও ঠিকাদার কোম্পানীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানার এস আই স্বপন কুমার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, জৈন্তাপুরে বিদ্যুৎ উন্নয়নের আওতায় সিলেট হতে জাফলং পর্যন্ত বিদ্যুতের খুঁটি (খাম্বা) স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।