বাধা আসলে যথাযথ ব্যবস্থা ——— জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন

29

আজ (২০ নভেম্বর) বৃহস্পতিবার পৃথক একটি ট্রেড ইউনিয়ন আহূত রাজপথে অবস্থান ধর্মঘট চলাকালে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৪১৮)-এর তালিকাভূক্ত সদস্যদের গাড়ি নিয়মিত চলাচল করবে। ইউনিয়নের কেন্দ্রীয়  সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, কার্যকরী সভাপতি মোঃ তেরা মিয়া ও সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক এক যুক্ত বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তারা বলেন, যে কোন ট্রেড ইউনিয়নের ধর্মঘট বা কর্মসূচি প্রদানের এখতিয়ার রয়েছে। আর ধর্মঘট বা রাজপথ অবরোধ হলে স্বাভাবিকভাবেই জনদুর্ভোগ সৃষ্টি হবে। কিন্তু আমরা যেহেতু পৃথক একটি ট্রেড ইউনিয়ন, তাই অন্য সংগঠনের কর্মসূচির প্রতি আমরা সম্মান জানালেও তাদের কর্মসূচির প্রতি আমাদের কোন সমর্থন নেই। তাই সাধারণ মানুষকে স্বস্তি প্রদানের লক্ষ্যে আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দের গাড়ি নির্ধারিত গন্তব্যে নিয়মিত চলাচল করবে। যাত্রী সাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে আমাদের গাড়ি চলাচল অব্যাহত রাখার কার্যক্রমে কোন পক্ষ থেকে বাধা আসলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি