বিআরডিবি পল্লী উন্নয়নের প্রধান হাতিয়ার ——— কাজী আলী হোসেন

49

DSC_1654বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র পরিচালক কাজী আলী হোসেন বলেছেন, বিআরডিবি পল্লী উন্নয়নের প্রধান হাতিয়ার, বর্তমানে সমবায় সমিতিগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এগুলোকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সক্রিয় করে তুলতে হবে। বিআরডিবি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ এক মহিরুহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিআরডিবি ক্ষুদ্র ক্ষুদ্র সমিতির মাধ্যমে গরীব জনগোষ্ঠির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমিতিগুলোকে গণতান্ত্রিক করে তুলতে হবে, নির্বাচনের মাধ্যমে চেযারম্যান নির্বাচিত করলে সমিতির কার্যক্রমে পূর্ণ গতিশীলতা পাবে। তিনি গতকাল সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সিলেট এর উদ্যোগে আয়োজিত সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলায় বিআরডিবি ভুক্ত ইউসিসিএ ও প্রাথমিক সমিতি  এবং ঋণ কর্মসূচী সমূহের কার্যক্রম জোরদারকরণের আঞ্চলিক সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
বিআরডিবি সিলেট এর উপ পরিচালক মুহম্মদ রাশিদুল মামুন চেীধুরী’র সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিআরডিবি’র অফিসার রবীন্দ্র চন্দ্র তালুকদার এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিআরডিবি’র উপ পরিচালক (সমবায়) মো. শামসুল আলম, বিআরডিবি’র উপ পরিচালক (ঋণ) রফিকুল ইসলাম, বিআরডিবি’র উপ পরিচালক (মৌলভীবাজার) মুহম্মদ বুরহান উদ্দিন, বিআরডিবি’র উপ পরিচালক (সুনামগঞ্জ) সরোয়ার মাহফুজ। সভায় উপস্থিত ছিলেন, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার ২৯টি উপজেলার বিআরডিবিতে কর্মরত ইউআরডিও, এঅরডিএ, হিসাবরক্ষক, বিভিন্ন ইউসিএলি এর সভাপতি, সহ সভাপতি এবং পরিদর্শকগণ। বিজ্ঞপ্তি