মেয়র আরিফকে হয়রানির প্রতিবাদে কাউন্সিলরদের পক্ষকালব্যাপী কর্মসূচীর প্রথম দিন, আজ শুরু হচ্ছে গণস্বাক্ষর কর্মসূচী

34

সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের সম্পূরক চার্জশিট থেকে বাদ দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার থেকে পক্ষকালব্যাপী কর্মসূচী শুরু করবেন সিটি কাউন্সিলরবৃন্দ। মঙ্গলবার বিকেল ৩টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কাউন্সিলরদের উদ্যোগে শুরু হবে গণস্বাক্ষর কর্মসূচী। এতে সর্বস্তরের সিলেটবাসীকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন কাউন্সিলররা।
পক্ষকালব্যাপী অন্য কর্মসূচীর মধ্যে রয়েছে ২০ নভেম্বর বেলা ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন, ২৩ নভেম্বর বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত কাউন্সিলরদের উদ্যোগে সিটি কর্পোরেশনে কর্মবিরতি, ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় নগরভবন থেকে আলোর মিছিলসহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, ২৭ নভেম্বর সিটি কর্পোরেশন হলরুমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়, ৩০ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ২ ডিসেম্বর সিটি পয়েন্টে গণসমাবেশ এবং পরবর্তী কর্মসূচী ঘোষণা। বিজ্ঞপ্তি