ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জ উপজেলাধীন ওসমানীনগরে মাদরাসার শিক্ষক নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ মাদরাসার শিক্ষকের নাম আব্দুস শহীদ (৩০)। তিনি ওসমানীনগর থানার উসমানপুর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মৃত করিম উদ্দিনের পুত্র। বিগত প্রায় ২ বছর যাবৎ একই থানার সাদিপুর ইউনিয়নের জামেয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম গাভুরটিকি মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। গত শনিবার তার চাচা আলা উদ্দিন বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ৬৮৩।
জানা যায়, শিক্ষক আব্দুস শহীদ জামেয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম গাভুরটিকি মাদরাসার আবাসিকে থাকতেন। ৯ নভেম্বর রবিবার আবাসিকে অবস্থানকারী মাদরাসার এক ছাত্র অসুস্থ হলে তিনি তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে আসেন। ঐ দিন চিকিৎসা শেষে বিকাল ৫টার দিকে তাকে স্থানীয় উনিশ মাইলের কাছে কলারাই বাজার নামক স্থানে একটি রিক্সা দিয়ে মাদরাসায় পাঠিয়ে দেন এবং বলে দেন আমি পরে আসছি। এরপর রাত হয়ে গেলে তিনি মাদরাসার আবাসিকে যাননি। মাদরাসার একজন শিক্ষক তার মোবাইলে যোগাযোগ করতে না পেরে তার বাড়ির মোবাইল নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন তিনি বাড়িতেও জাননি। এরপর শিক্ষক আব্দুস শহীদের পরিবারের লোকজন তার মোবাইলে কল দিলে তিনি বা অন্য কেউ মোবাইল রিসিভ করেনি। পর দিন ১০ নভেম্বর বিকাল পর্যন্ত মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ রিসিভ করেনি। এরপর থেকে এখন পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আব্দুস শহীদের আত্মীয় স্বজনেরা সকল সম্ভাব্য স্থান খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে গত ১৫ নভেম্বর শনিবার তার চাচা আলাউদ্দিন বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।