যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির মাসিক সভা গতকাল রবিবার বাদ জোহর বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা যুব জমিয়তের বিদায়ী সভাপতি ও নব নির্বাচিত জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম বলেছেন, অবৈধ সরকারের বিরুদ্ধে দেশের যুব সমাজকে আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। শুধু আওয়ামী দুঃশাসনের আইন চলছে। দিন দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন খ্যাতিমান শিক্ষককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। যা দেশের জন্য মোটেই কল্যাণকর নয়। তিনি আরো বলেন, এই অবৈধ সরকার ৫ জানুয়ারী ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলার বেসাতি চালাচ্ছে। তিনি সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর উপর থেকে মিথ্যা মামলার চার্জশীট প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুখতার আহমদের পরিচালনায় সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা রফিক আহমদ মহল্লী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা নাজমুদ্দিন, যুব জমিয়ত নেতা মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা মকবুল হোসাইন, যুবনেতা তোফায়েল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকি, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা নজরুল ইসলাম, ছাত্রনেতা রেজাউল করিম রাজু, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি