মোগলাবাজারে ব্লাস্ট সচেতনতা মেলায় জেলা ও দায়রা জজ ॥ সামাজিক অবক্ষয়রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন

55

DSC_0117সিলেটের জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে ছোটদের চেয়ে বড়দের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। কোমলমতি শিশুরা অনেক কিছু না বুঝে করে ফেলে তবে এ ক্ষেত্রে বড়দের উচিত তাদেরকে শোধরানো। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন না বলেই আমরা আমাদের কর্তব্য কাজে ফলাফল পাইনা। সমাজ সচেতন ব্যক্তিবর্গ সমাজ, পরিবার রাষ্ট্রের উন্নয়নে কাজ করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো। তিনি গতকাল শনিবার সকালে মোগলাবাজার রেবতী রমন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ব্লাস্ট সচেতনতা মেলা ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় রেবতী রমন উচ্চ বিদ্যালয়, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ উচ্চ বিদ্যালয় ও রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাস্ট সিলেট ইউনিটের সভাপতি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এফ মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু।
এডভোকেট শরিফা বেগমের উপস্থাপনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন ব্লাস্ট সিলেট ইউনিট সদস্য এডভোকেট জসিম উদ্দিন, এ কে এম শমিউল আলম, এডভোকেট আব্দুস শহীদ, এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট ফারহানা ইয়াসমিন চৌধুরী, রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আহমদ, প্রধান শিক্ষক বরুন কান্তি দাশ তালুকদার, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা দেলোয়ারা আক্তার, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চক্রবর্তী, রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন রায়, দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক মোঃ মুহিবুর রহমান, শিক্ষানুরাগী মোঃ জায়েদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি