কলরব সিলেট বিভাগীয় শাখার তিন মাসব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সংস্কৃতি হলো প্রত্যেক জাতির দর্পণ। যার দ্বারা সুশীল সমাজ গঠিত হয়। দূষিত সমাজ দূরিভূত হয়। জাতিতে জাতিতে পার্থক্য সূচিত হয়। সু-সংস্কৃতির কাছে কু-সংস্কৃতি সর্বদাই পরজিত হয়। তাই কু-সংস্কৃতির মোকাবেলা করতে সু-সংস্কৃতি তথা ইসলামি সাংস্কৃতিক অঙ্গনে সকলের স্বত:স্ফূর্ত উপস্থিতি সময়ের দাবি।
গত বৃহস্পতিবার বেলা ৩টায় নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে, বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন কলরব সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে তিন মাসব্যাপী আবৃত্তি-উপস্থাপনা ও সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বাসিত ইবনে হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুসা আল হাফিজ।
মাওলানা আবদুল মালিকের সভাপতিত্বে ও দেলওয়ার হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলরব সিলেট শাখার পরিচালক হাফিজ আজিজুল হক, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শালিন আহমেদ, সাংবাদিক মিসবাহ মনজুর, কবি মীম সুফিয়ান, আব্দুল বাসিত, বুকাইর আহমদ, আব্দুল হামিদ প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন, ফুরহাতুল হক চৌধুরী, আব্দুল করিম দিলদার, ফয়েজ আহমদ শাহরুখ, রাকিব আল হাসান, জুবায়ের আল মিনার প্রমুখ। বিজ্ঞপ্তি