সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে বৃদ্ধি পাওয়া সুরমা নদীর পানি কমতে শুরু করেছে।
শনিবার (০৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় পানি কমেছে ২২ সেন্টিমিটার। বিগত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ২৭ মিলিমিটার।
বর্তমানে সুরমার পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে দুই একদিনের মধ্যে সুরমার পানির পরিমাণ বিপদসীমার নিচে নেমে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, শহরের নিচু যে এলাকা উত্তর আরপিন নগর, বড়পাড়া, পশ্চিম তেঘরিয়া প্লাবিত হয়ে ছিল এই এলাকাগুলোর পানিও নেমে গেছে। তবে কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে এখনও পানি জমে আছে। পানি কমতে থাকার
কারণে সুনামগঞ্জ শহরের বাসিন্দাদের মনে স্বস্তি দেখা দিয়েছে ।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ২৫ হেক্টর আউশ ধানের জমি নষ্ট হয়ে গেছে। এছাড়া জেলায় কৃষিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৭ মিলিমিটার। যেহেতু বৃষ্টিপাত কমে গেছে সেজন্য পানিও বৃদ্ধি পাবে না। দুই-একদিনের মধ্যে আশা করা যাচ্ছে পানি বিপদসীমার নিচে নেমে যাবে।