কানাইঘাটে একাধিক মামলার আসামী সিএনজি মাসুম গ্রেফতার

31

KANAIGHAT-1কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ একাধিক মামলার আসামী সিএনজি (ফোরস্ট্রোক) গাড়ী ছিনতাইয়ের মূলহোতা পৌরসভার দলইমাটি গ্রামের হানিফ আলীর পুত্র মাসুম আহমদ (৩০) কে গত বুধবার রাত নয়টায় মুশাহিদ সেতুর বাইপাস মোড় থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাসুম আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় চাঁদাবাজীসহ একাধিক এবং সিলেট আদালতে ৬টি চেক ডিজঅনার মামলা রয়েছে বলে জানা গেছে। থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, মাসুম বাইপাস মোড়ে সিএনজি গাড়ী চুরির পরিকল্পনা করছে এমন সংবাদ পেয়ে এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে বিভিন্ন মামলার এফআইআরভুক্ত আসামী। গ্রেফতারকৃত মাসুম আহমদের বিরুদ্ধে কিস্তির মাধ্যমে রোডপারমিট বিহীন সিএনজি (ফোরস্ট্রোক) গাড়ী  ৫/৬ লক্ষ টাকায় বিক্রি করাসহ গাড়ী দেওয়ার নামে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়েছে। একসময় মাসুম আহমদ কানাইঘাট দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার ছিল। প্রায় ৪ বছর পূর্ব থেকে সে রোড পারমিট বিহীন সিএনজি গাড়ীর ব্যবসা শুরু করে। কিস্তির মাধ্যমে গাড়ী বিক্রি করে লাখ লাখ টাকার মালিক বনে যায় সে। তাকে সবাই সিএনজি মাসুম নামে চিনে। সম্প্রতি তার বিরুদ্ধে কিস্তির মাধ্যমে বিক্রি করা একাধিক সিএনজি গাড়ী রাস্তা থেকে তুলে নিয়ে অন্যত্র বিক্রি করা এবং গাড়ী ফেরত দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।