জনসমাগমস্থলে ধূমপান বন্ধ করতে মোবাইল কোর্টের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম। এছাড়া সাধারণ মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করতে বিড়ি-সিগারেটের দাম বৃদ্ধির আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রশাসন আয়োজিত তামাক বিরোধী আইনের প্রয়োগ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্প। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, ধূমপানে কোন দিক থেকেই উপকার নেই। ধূমপানে একজন সুস্থ মানুষেরও ক্যান্সার হতে পারে। এজন্য ক্ষতিকর এ জিনিস থেকে মানুষকে রক্ষা করতে হবে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড এম নরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজনান চাকমা।
আলোচনায় অংশ নেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সীমান্তিকের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা, মো. নুরে আলম সিদ্দিকী, এন্টি টোব্যাকো মিডিয়া এলান্সের (আত্মা) নির্বাহী সদস্য শাহ সুহেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিলুফার ইয়াসমিন ও সীমান্তিক কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি