স্টাফ রিপোর্টার :
সাত দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ এই ধর্মঘট আহ্বান করেছে। গত শনিবার সংবাদ সম্মেলন করে সংগঠনটি এই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে, পরিবহন ধর্মঘটের সাথে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-এর নেতৃবৃন্দ।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে- ঢালাওভাবে সিএনজি অটোরিকশা ও হিউম্যান হলারের রোড পারমিট প্রদান বন্ধ, অটোরিক্সার সামনের সিটে যাত্রী পরিবহন বন্ধ, অটোরিক্সার চালকের উভয়ের পাশে গ্রিলের বেস্টনী তৈরি, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ, পরিবহন মালিক-শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন ও গাড়ি রিক্যুইজেশনের নামে হয়রানি বন্ধ করা।
এদিকে. সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জানিয়েছে, পরিবহন ধর্মঘটের সাথে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কোন সম্পর্ক নেই। সিএনজি অটো রিক্সা যথারীতি চলবে। গত রবিবার সংগঠনের এক জরুরী সভায় এ ঘোষণা দেয়া হয়। নগরীর ষ্টেশন রোডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া। সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সহ-সভাপতি মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু মিয়া, অর্থ সম্পাদক শাহাব উদ্দিন, দফতর সম্পাদক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক খছরু মিয়া, কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য মাশুক মিয়া, মামুনুর রশীদ, কয়ছর আহমদ, ছুরুক মিয়া, আনছার মিয়া, আজব আলী, আনোয়ার হোসেন, জাকারিয়া আহমদ টিপু প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, অনৈতিক ও অন্যায় দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন ধর্মঘটের নামে জনদুর্ভোগ সৃষ্টি কোন সচেতন মানুষের কাম্য হতে পারে না। তাই অযৌক্তিক দাবির নামে অন্য কোন ট্রেড ইউনিয়ন বা সংগঠন আহূত পরিবহন ধর্মঘট আমাদের ইউনিয়নকে প্রভাবিত করতে পারে না। এ কারণে জনদুর্ভোগ লাঘব এবং সামাজিক দায়বোধের প্রতি সম্মান দেখিয়ে ১১ নভেম্বর থেকে নির্ধারিত ভাড়ায় অটোরিক্সা শ্রমিক ইউনিয়নভূক্ত সদস্যদের গাড়ি প্রতিটি গন্তব্যে নিয়মিত চলাচল করবে। তারা গাড়ি চলাচলে সকলের সহযোগিতা কামনা করেন।