গণদাবী পরিষদের সভা ॥ সিলেট নগরীতে চুরি ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ

57

সম্প্রতি সিলেট নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইমূলক অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
গতকাল সোমবার বিকেল ৪টায় সংগঠনের ৯নং সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে নিয়মিত সভায় নেতৃবৃন্দ এই উদ্বেগের কথা জানিয়ে এসব অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের দাবী জানানো হয়। পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মহম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় গণদাবী নেতা দেওয়ান মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা নগরীতে ঘন ঘন চুরি ডাকাতি বন্ধে আইনানুগ ব্যবস্থায় আরো শক্ত হাতে অপরাধ দমনের আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলী ইসমাইল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, এডভোকেট এম এ ওয়াদুদ, সাংবাদিক এম এ হান্নান, রুহুল ইসলাম মিঠু, প্রভাষক এনামুল হক লস্কর, হাজী লোকমান মিয়া, ইয়াওর বক্ত চৌধুরী, ইরশাদ আলী, রিয়াজ উদ্দিন আহমদ, বশির আহমদ, আনোয়ার হোসেন চৌধুরী, আব্দুল মুমিন লাহিন, মুরাদ আহমদ, মোঃ সৈয়দ নজরুল ইসলাম চুনু, হাজী জমির উদ্দিন ও সৈয়দ হুরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি