যারা আল্লাহর আইনকে অমান্য করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে —–আল্লামা আব্দুল মোমিন ইমামবাড়ী

85

প্রখ্যাত বুযুর্গ, ছদরে জমিয়ত, খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী বলেছেন, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। দুনিয়া-আখেরাতে শান্তি ও মুক্তি পেতে হলে ইসলাম ধর্মের সকল বিধিবিধিান পালন করতে হবে। তিনি বলেন, পৃথিবীতে যত সকল মাখলুকাত রয়েছে এসবই মানুষের কল্যাণের জন্যে সৃষ্টি।  মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্যই হলো স্রষ্টা ইবাদাত করা। তাই আমাদের উচিত হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ-রাসূলের আদেশ-নিষেধ মেনে চলা। যারা আল্লাহর আইনকে অমান্যকরে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। আল্লামা শায়খে ইমামবাড়ী আরো বলেন, মুসলমানের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো ঈমান, আর ঈমান ধ্বংসের জন্য শয়তান বহুমুখী রূপ নিয়ে ধোঁকা দিচ্ছে। তিনি বিভিন্ন তরিকার নামে ভন্ড পীরের ধোঁকা থেকে নিজেদের ঈমান-আমল হেফাজতের জন্য সতর্ক থাকার আহবান জানান।
গত শনিবার বিকেলে জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম খরিলহাট-জৈন্তাপুর মাদ্রাসার ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হাবিবুর রহমান দরবস্তির সভাপতিত্বে ও মুফতি জামাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, শাযখুল হাদীস মাওলানা শায়খ আতাউর রহমান, শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক নুরপুরী, মাওলানা ইমদাদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মাসুদ আযহার, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ। বিজ্ঞপ্তি