জকিগঞ্জের পঙ্গবট এখন জালালাবাদ !

69

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পঙ্গবট গ্রামের নাম পরিবর্তন করে জালালাবাদ রাখা হয়েছে। চাকরি, ব্যবসা-বাণিজ্য, উচ্চ শিক্ষা, চিকিৎসা গ্রহণ ও ধর্মীয় প্রয়োজনে বিদেশ গমনের ক্ষেত্রে গ্রামের নামের বানানের গড়মিল ও উচ্চারণে ভিন্নতার কারণে সৃষ্ট বিড়ম্বনা এবং অনাকাক্সিক্ষত বিব্রতকর অবস্থা এড়াতে গ্রামের নাম পরিবর্তন বিষয়ে এক সভা বুধবার অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে অনষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জকিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন, কাউন্সিলর সালেহা বেগম, জকিগঞ্জ বণিক সমিতির সাধারণ আব্দুল জব্বার (জবাই), পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রধান শিক্ষক সুজানা বেগম, ব্যবসায়ী মইন উদ্দিন আহমদ, মোতাওয়াল্লী সাজ্জাদুর রহমান, সমাজসেবী আব্দুর রহমান, মানিক মিয়া, মুন্তাজিল আলী, হেলাল মিয়া, মোস্তাকিম আলী, বাবুল হোসেন, শ্রমিক নেতা ওলিউর রহমান, শাবি শিক্ষার্থী সুহেল আহমদ, আবুল হোসেন, ইসলাম উদ্দিন, হেলাল উদ্দিন, পঙ্খী মিয়া, মোস্তাক আহমদ, ছাত্রনেতা ফুযায়েল আহমদ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। সভায় ঐ গ্রামের ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, শ্রমিক, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রখ্যাত দরবেশ হযরত শাহজালাল (রা.) এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বসম্মতিক্রমে পঙ্গবট/পঙ্গপট গ্রামের নাম পরিবর্তন করে জালালাবাদ রাখা হয়েছে।  জকিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ঐ গ্রামের বাসিন্দা বাবুল হোসাইন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত স্ট্রেনদেনিং জিও কোডিং সিস্টেম অনুযায়ী গ্রামের নতুন নাম কার্যকর করা হবে।