জুড়ী থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ীতে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক চা শ্রমিকের কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় নিহতের লাশ উদ্বার করেছে কুলাউড়া থানা পুলিশ। নিহত রবিয়া মুন্ডা(৪০) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই গ্রামের মৃত মধুবন মুন্ডার পুত্র।
হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন চা শ্রমিক রবিয়া মুন্ডা এবং গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ১ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকেলে তিনি মারা যান।
কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: নুরুল হক চা শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেন।
কুলাউড়া থানার কর্তব্যরত ডিউটি অফিসার এ এসআই আবুল বাশার জানান, সন্ধ্যা ৬ টায় খবর পেয়ে পুলিশ লাশের সুরহতাল সম্পন্ন করেছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সাখায়ত হোসেন জানান, নিহত চা শ্রমিক রবিয়া মুন্ডাকে নিয়ে তার স্ত্রী মঙ্গলবার রাতে জুড়ী থানায় আসলে আমি চিকিৎসার জন্য কুলাউড়া হাসপাতালে পাঠাই। সে এমনিতে শ্বাস কষ্টের রোগী ছিল। তবে নিহতের স্ত্রীর ভাষ্যমতে সে প্রতিপক্ষের হামলার শিকার।