ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

4

নবীগঞ্জ সংবাদদাতা

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুল্লারাই গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এ দÐ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক চক্র ফসলি জমির মাটি কেটে তা বিক্রি করে আসছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে কুর্শি ইউনিয়নের মুল্লারাই গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অন্য অভিযুক্তরা পালিয়ে গেলেও মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ফসলি জমির উর্বর মাটি কাটায় পরিবেশ ও কৃষির মারাত্মক ক্ষতি হয়। তাই জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে