নগরীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ শুরু গাছ সুরক্ষায় পেরেক না লাগানোর আহবান জেলা প্রশাসকের

2

স্টাফ রিপোর্টার

মহানগরীসহ বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গাছে লোহার পেরেকে সাইনবোর্ডসহ নানা ধরনের প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখা হয়েছে। নির্দ্বিধায় মানুষ পেরেক মেরে গাছ মারছে। এইসব গাছ সুরক্ষায় পেরেক অপসারণ করা হচ্ছে। মঙ্গলবার গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সিলেট বন বিভাগের আয়োজনে সিলেট জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাস ব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ডিসি শের মাহবুব মুরাদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেসব জায়গায় গাছে পেরেক লাগানো হয়েছে সেই গাছগুলো রক্ষা পাবে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে গাছ সুরক্ষায় পেরেক না লাগানোর জন্য সকলকে আহবান করছি।
বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির সকল শ্রেণির নাগরিককে সচেতন করতে এ কর্মসূচি এক মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন।