কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার এলাকায় গিয়ে এ বাল্যবিবাহ পÐ করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
মহিলাবিষয়ক কর্মকর্তা বলেন, উপজেলার হাজীপুরের বিলেরপার এলাকায় ১৬ বছরের অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছে- এমন খবর পেয়ে রবিবার দুপুরে ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। মহিলাবিষয়ক কর্মকর্তা আরও বলেন, অপ্রাপ্তবয়স্ক কিশোরীর স্বজনেরা নিজেদের ভুল বুঝতে পারায় কোনো জরিমানা করা হয়নি। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না বলে দুঃখপ্রকাশ করে একটি মুচলেকা দেন ওই কিশোরীর বাবা।