ছাতকে ভারতীয় ৩৫ বস্তা কাপড় উদ্ধার, আটক ১

5

ছাতক প্রতিনিধি

ছাতকে ভারতীয় ৩৫ বস্তা কাপড় উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার সকালে উপজেলার পিয়াইন নদীতে টহলরত নৌ-পুলিশের একটি টিম এসব মালামাল উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করেন। আটক হোসাইন আহমদ, উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। এসময় মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় শাড়ি, ত্রি-পিস ও চাদরের আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
জানা যায়, প্রতিদিনের মতো নদী পথের নিরাপত্তা নিশ্চিত করতে পিয়াইন নদীতে টহল দেন নৌ পুলিশের একটি টিম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নদীতে চলাচলরত একটি ইঞ্জিন চালিত নৌকার গতিরোধ করে নৌ-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার লোকজন পিয়াইন নদীর পশ্চিম তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ ধাওয়া করে স্থানীয় লোকজনের সহায়তায় হোসাইনকে আটক করে। পরে নৌকায় তল্লাশি করে ৩৫ বস্তা ভর্তি ভারতীয় শাড়ি, ত্রি-পিস ও চাদর উদ্ধার করে।
নৌ পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আটক ব্যাক্তি ও পলাতকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।