দক্ষিণ সুরমায় বিয়ে বাড়িতে দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি ১৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

0

স্টাফ রিপোর্টার

দক্ষিণ সুরমার তেতলী এলাকায় বিয়ে বাড়িতে দিন-দুপুরে ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা ঘরের বারান্দার গ্রীল ভেঙে নগদ ১৪ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। শুক্রবার উপজেলার তেতলী ইউনিয়নে ধরাধরপুর খালকিনি গ্রামের আমির আলী ও তার সহোদর সাহিদ আলীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজন ডাকাতি সংগঠিত হয়েছে দাবি করলেও পুলিশ বলছে, ডাকাতি নয়, দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।
বাড়ির লোকজন জানান, ডাকাতরা ঘরের আসবাবপত্র তছনছ করে সাহিদ আলীর ঘর থেকে নগদ ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং আমির আলীর ঘর থেকে ৪ লাখ টাকা ও ছয় আনা স্বর্ণ লুট করে নেয়।
স্থানীয় সূত্র জানায়, ওইদিন একই বাড়ির জিবলুর মিয়ার বিয়ের অনুষ্ঠান ছিল একটি কমিউনিটি সেন্টারে। সে সুবাদে বাড়ির লোকজন বেলা সোয়া ১২টার দিকে দরজা-জানালা বন্ধ করে গ্রীল তালাবদ্ধ করে বিয়ের অনুষ্ঠানে যান। বাড়ি থেকে সর্বশেষ লোক বের হন বেলা ২টার দিকে। বিয়ে শেষে বিকেল ৪টার দিকে এসে দেখতে পান গ্রীলের তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র তছনছ করা। খবর পেয়ে পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) ও সহকারি কমিশনার (দক্ষিণ সুরমা থানা) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বাড়িতে কেউ না থাকার সুবাদে কৌশলে সংঘবদ্ধ চোরেরা গ্রীল ও কলাপসিবল গেইট কেটে ঘরে ঢুকে নগদ ১৪ লাখ টাকা ও ৮ ভরি ছয় আনা স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ধারণা করা হচ্ছে, বেলা ২টা থেকে ৪টার মধ্যে চুরি সংগঠিত হতে পারে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিয়ে বাড়িতে লোকজন না থাকায় একটি কালো হাইয়েস বাড়িতে ঢুকতে দেখেছেন। তবে ঘটনায় কতজন অংশ নিয়েছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এ ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি।