সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ এ.কিউ.এম. নাছির উদ্দীন বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন আইনজীবীরা। শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৪ সনে যোগদানকারী আইনজীবীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে সমিতির ০২ নং হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
এ.কিউ.এম. নাছির উদ্দীন আরো বলেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতি থেকে অনেকেই ইতিপূর্বে প্রধান বিচারপতিসহ বিচারপতি হয়ে আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছেন। তিনি নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহŸান জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানীত সভাপতি অশোক পুরকায়স্থ অ্যাডভোকেট এর সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক-১ মোঃ সালেহ আহমদ (হীরা) অ্যাডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ অ্যাডভোকেট এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) অ্যাডভোকেট।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সম্মানীত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) অ্যাডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোঃ মেহেদী হাসান সজল অ্যাডভোকেট, সহ সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ অ্যাডভোকেট, সহ সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন অ্যাডভোকেট, সহ সম্পাদক মোঃ ওয়াজিহুদ্দীন তারিক অ্যাডভোকেট, মোঃ বদরুল আহমদ শিপন অ্যাডভোকেট।
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আ.ন.ম. ইলিয়াছ, সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবু ওবাইদা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইতিপূর্বে আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী বিজ্ঞ সদস্য আব্দুল খালিক অ্যাডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এবং আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন অ্যাডভোকেট।
সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য রেজাউল করিম চৌধুরী অ্যাডভোকেট, সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অ্যাডভোকেট, সমিতির সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম অ্যাডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য বেদানন্দ ভট্টাচার্য অ্যাডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য নোমান মাহমুদ অ্যাডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক উদ্দিন (আশুক) অ্যাডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ব্যারিস্টার রিয়াশদ আজিম অ্যাডভোকেট প্রমুখ।
আজকের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানীত সভাপতি অশোক পুরকায়স্থ অ্যাডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৪ সনে যোগদানকারী আইনজীবীগণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ অ্যাডভোকেট নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির সুনাম সারাদেশ ব্যাপি রয়েছে। আইনজীবীদের পেশাগত মান, মর্যাদা রক্ষায় নবীন আইনজীবীরা সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি-০১ মোঃ জালাল উদ্দিন অ্যাডভোকেট, সহ সভাপতি-০২ মোঃ নুরুল আমিন অ্যাডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার রানা অ্যাডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ অ্যাডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোঃ মেহেদি হাসান সজল অ্যাডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার এম. আবদুল করিম আকবরী অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার জামিল আহমদ অ্যাডভোকেট, সহ-সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন অ্যাডভোকেট, মোঃ ওয়াজিহুদ্দিন তারিক অ্যাডভোকেট ও মোঃ বদরুল আলম শিপন অ্যাডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মালিক অ্যাডভোকেট, মোঃ রাজ উদ্দিন অ্যাডভোকেট, মোঃ আখতার হোসেন খান অ্যাডভোকেট, মোঃ আব্দুল ওদুদ অ্যাডভোকেট, মোঃ গিয়াস উদ্দিন অ্যাডভোকেট, মোঃ ওবায়দুর রহমান অ্যাডভোকেট, আশিক উদ্দিন (আশুক) অ্যাডভোকেট, মোঃ আখতার বখ্স (জাহাঙ্গীর) অ্যাডভোকেট, নোমান মাহমুদ অ্যাডভোকেট, মোঃ আনোয়ার হোসেন অ্যাডভোকেট ও সন্ধ্যা লক্ষী দে অ্যাডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সম্পাদক মোঃ বদরুল আলম শিপন অ্যাডভোকেট ও পবিত্র গীতা পাঠ করেন সমিতির লাইব্রেরীয়ান রমাংশু চক্রবর্তী। বিজ্ঞপ্তি