স্টাফ রিপোর্টার
প্রচÐ গরমে একপ্রকার অস্থির হয়ে উঠেছেন সিলেটবাসী। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে মানুষের। দেশের কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিপাত হলেও সিলেটে গত কয়েকদিন বৃষ্টি হয়নি। অবশেষে সিলেটে দেখা মিললো বৃষ্টির। এতে কিছুটা স্বস্তি ফিরেছে নগরজীবনে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন টার দিকে নগরীতে বৃষ্টি নামে। এ সময় নগরীর জনজীবন স্থবির হয়ে গেলেও স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী। বৃহস্পতিবারের তাপমাত্রা ছিলো ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেটে ছিল কাঠফাটা রোদ। হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে নগরজীবনে। গত কয়েক দিনের ভ্যাপসা গরমে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন মানুষজন। গত কয়েকদিন সিলেটজুড়ে অসহনীয় গরমে ছিল প্রাণ ওষ্ঠাগত। ধারাবাহিক তাপমাত্রা বাড়ার কারণে গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে মানুষকে। বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিলো এ মাসের সর্বোচ্চ।
আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে সাধারণত এপ্রিল-মে-জুন এই মাস গরম থাকে। তবে অতিথের পর্যবেক্ষনে দেখা গেছে সিলেটে সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভ‚ত হয়েছে। এটি সিলেটের জন্য নতুন কিছু নয়। সিলেটে আজ বিকাল ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
নগরীর বাসিন্দা আব্দুস শুকুর বলেন, সিলেটের মানুষ বৃষ্টি পছন্দ করে। গত কয়েকদিনের লোডশেডিং ও তীব্র তাপদাহে আমার মতো অনেকেই বৃষ্টির প্রত্যাশা করছিলো। অবশেষে সেই বৃষ্টির পানিতে ভিজেছে রাস্তাঘাট। এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে কিছু সময়ের জন্য স্বস্তির হলেও ভ্যাবসা গরম কমেনি। অসহনীয় গরমে যেন প্রাণটা ওষ্ঠাগত।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন বলেন, সিলেট আগামী কয়েকদিন গরম কমার সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও গরম থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে। শেষ রাতের দিকে মিলতে পারে ঠান্ডার অনুভ‚তি। অক্টোরের শুরুর দিকে শীত নামতে পারে।